৫ বছরের জন্য ইপিবির নিবন্ধন

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ব্যবসা সহজ করার অংশ হিসেবে নিবন্ধন সনদের মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ৫ বছরে উন্নীত করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দিন থেকে সেটি কার্যকর হয়েছে।

রপ্তানিকারক প্রতিষ্ঠান মেয়াদ অনুযায়ী নবায়ন ফি দিয়ে ইপিবির নিবন্ধন সনদ নবায়ন করতে পারবে। রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠানের জন্য প্রতিবছরের নবায়ন ফি ৩ হাজার ৪৫০ টাকা। নতুন নিবন্ধনের জন্য ফি ৫ হাজার ৭৫০ টাকা। আর অন্য খাতের রপ্তানিকারক প্রতিষ্ঠানের জন্য নবায়ন ফি ১ হাজার ১৫০ টাকা। এ ক্ষেত্রে নতুন নিবন্ধন ফি ২ হাজার ৩০০ টাকা। এই অর্থ ব্র্যাক অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। এই মেয়াদ বাড়ানোর ফলে পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এখন থেকে নিজেদের চাহিদা অনুযায়ী ১ থেকে ৫ বছরের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির নিবন্ধন সনদ নিতে পারবে। এ জন্য প্রতিবছরের নির্ধারিত ফি দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে। গত ৩০ জুন পর্যন্ত ইপিবির নিবন্ধন হালানাগাদ ছিল, এমন প্রতিষ্ঠানই সুযোগটি নিতে পারবে।

ইপিবির ওয়েবসাইটে লগইন করে নিবন্ধন সনদ নবায়নের আবেদন করা যাবে। আবেদনে নিবন্ধনের নবায়নের মেয়াদ উল্লেখ করতে হবে। এ ছাড়া আবেদনকারীর ছবি, ট্রেড লাইসেন্স, ইআরসি সনদ ও সংশ্লিষ্ট সমিতির সদস্য পদের হালনাগাদ কপি এবং ভ্যাট ও টিআইএন নিবন্ধন সনদের কপি দিতে হবে।

ইপিবি বলেছে, আগামী ৩১ আগস্টের মধ্যে নিবন্ধন সনদ নবায়ন না করলে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের জন্য জিএসপি, সিও, সাফটা, আপটা সনদ প্রদান ও আরইএক্স-বিষয়ক সেবা স্থগিত করবে সংস্থাটি। যেসব রপ্তানিকারকের সনদের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত হালনাগাদ নয়, তারা এ সুবিধা পাবেন না। তাদেরকে প্রথমে সনদ হালনাগাদ করে নিতে হবে, পরে নতুন মেয়াদের সনদের জন্য আবেদন করতে পারবেন।

একইসঙ্গে হালনাগাদ নিবন্ধন ব্যতীত ইপিবি থেকে জিএসপি, সিও, সাপটা, সাফটা, আপটা ও আরইএক্স সনদও দেওয়া হবে না। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। এ খাতের ব্যবসায়ীরাই বেশি রপ্তানি নিবন্ধন নিয়ে থাকে।

নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম গণমাধ্যমকে বলেন, ইপিবির এই সিদ্ধান্ত ব্যবসার জন্য ইতিবাচক। ব্যবসায়ীদের অনেক দিনের দাবি এটি। এতে ব্যবসা করা সহজ হবে। সময় ও খরচও সাশ্রয় হবে। গত বছরের শেষের দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন আরেক সংস্থা প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় থেকে ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু বা নবায়নের মেয়াদ এক বছরের পরিবর্তে পাঁচ বছর করা হয়।

বিশ্ব ব্যাংকের সর্বশেষ এজ অব ডুয়িং বিজনেস ইনডেক্সে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। এই সূচকে পেছনে থাকার কারণে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে, দেশের ব্যবসার প্রতিযোগিতা সক্ষমতা কমছে বলে বিশ্বব্যাংক তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। এরপর থেকে ব্যবসা সহজ করার জন্য বিভিন্ন সংস্কার উদ্যোগ নেয় সরকার। যদিও ২০২০ সালের পরে বিশ্বব্যাংক আর এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেনি। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস চালু, সহজে ট্রেড লাইসেন্স পাওয়াসহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *