নতুন আয়কর আইন ২০২৩

নতুন আয়কর আইন ২০২৩, ২২শে জুন ২০২৩ থেকে কার্যকর হয়েছে। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর পরিবর্তে এখন আয়কর আইন ২০২৩ কার্যকর হবে। ১৮ জুন সংসদে আয়কর বিল ২০২৩ কন্ঠ ভোটে পাস হয়েছিল এবং ২২শে জুন ২০২৩ তারিখে রাস্ট্রপতির সম্মতি লাভ করেছে।

নতুন আয়কর আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বছরের মাঝামাঝি সময়ে কর আরোপ বা বৃদ্ধি সংক্রান্ত বিধান ব্যতীত আইনের যে কোনও বিধান সংশোধন করতে পারবে।

যেসকল কোম্পানির বার্ষিক টার্নওভার ৩কোটি টাকার নিচে তাদের চার্টাড একাউন্ট্যান্ট দ্বারা অডিটেড আর্থিক বিবরণী জমা দেওয়ার প্রয়োজন নাই। তবে বার্ষিক টার্নওভার ৩কোটি টাকার উপর হলে অবশ্যই চার্টাড একাউন্ট্যান্ট দ্বারা অডিটেড আর্থিক বিবরণী রিটার্নের সাথে জমা দিতে হবে। তবে, নুন্যতম ২০০০ টাকা কর দেওয়ার যে বিধান প্রস্তাব করা হয়েছিল সেইটি নতুন আয়কর আইনে বাতিল করা হয়েছে।

যেসব পরিবর্তন আছে

এবারের আয়কর আইনে কোম্পানি সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। এনজিও, শিল্প ও বাণিজ্য সংগঠন, ফাউন্ডেশন, সমিতি, সমবায় সমিতি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কোম্পানির সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের করহারসহ অন্যান্য নিয়মকানুন কোম্পানি হিসেবে পরিপালন করতে হবে।

বর্তমানে যেসব কোম্পানি বিভিন্ন ক্ষেত্র থেকে উৎসে কর কাটে, তাদের বছরে দুবার উৎসের করের বিস্তারিত জানিয়ে এনবিআরে রিটার্ন জমা দিতে হয়। স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারের কোনো কর্তৃপক্ষ, বিদ্যালয় ব্যতীত অন্য সব কোম্পানি; ফার্ম, ব্যক্তিসংঘ, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে আগের মাসের উৎসে কর আদায়ের রিটার্ন দাখিল করতে হবে।

 বর্তমানে ৩৮টি সরকারি-বেসরকারি সেবা নিতে হলে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার প্রমাণপত্র লাগে। নতুন আইনে এই তালিকায় আরও পাঁচটি খাত ঢোকানো হয়েছে।

এগুলো হলো: ১. নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া বা লিজ গ্রহণের সময় বাড়ির মালিকের; ২. নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সেবা বা পণ্য গ্রহণকালে ওই পণ্য বা সেবা সরবরাহকারীর; ৩. ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থা, সোসাইটি ও সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে; ৪. স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারে ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্তি করতে বা বহাল রাখতে; ৫. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক বিভিন্ন সময়ে এমন গঠিত কর্তৃপক্ষ বা অন্য সিটি করপোরেশন, পৌরসভায় অনুমোদনের জন্য ভবন নকশার আবেদন দাখিলকালে।

নতুন আয়কর আইনে টিআইএন বাতিলের সুযোগ রাখা হয়েছে। তবে কয়েকটি শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম হলো পরপর তিন বছর করযোগ্য আয় না থাকলে এবং শারীরিকভাবে অক্ষমতার কারণে ভবিষ্যতে কোনো করযোগ্য আয় হবে না; মৃত্যু, অবসায়ন ও অবলুপ্তি বা অনুরূপ কারণে কোনো কারণে অস্তিত্বহীন হলে, স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলে এবং বাংলাদেশে কোনো আয় উপার্জক কোনো কর্মকাণ্ড না থাকলে।

 নতুন আইন অনুযায়ী, একজন করদাতা সারা বছরে সব ভাতার টাকার মধ্যে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত কিংবা বার্ষিক মোট আয়ের দুই-তৃতীয়াংশ—এর মধ্যে যেটি কম তা করমুক্ত থাকবে। এবারের বাজেটে এসব ভাতার ওপর কত টাকা পর্যন্ত কর ছাড় আছে, সেই প্রজ্ঞাপন বাতিল করার প্রস্তাব করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *