এস এম ই ফাউন্ডেশন থেকে প্রাপ্ত সহায়তা

SME এর পূর্ণরূপ হলো Small & Medium Enterprise । এসএমই ফাউন্ডেশন (SME Foundation) একটি স্বাধীন এবং অলাভজনক প্রতিষ্ঠান। এটি ক্ষুদ্র মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানের

সহায়তা পানকারি সংস্থা। এসএমই ফাউন্ডেশন আমাদের দেশে বলবৎযোগ্য কোম্পানি আইন ১৯৯৪ এর অধীন ২০০৬ সালের ২৬ নতের নিবন্ধন লাভ করে। অবশ্য এর আগেই ২০০৬

সালের ১২ নভেম্বর শিল্প মন্ত্রণালয় এস.এম.ই ফাউন্ডেশন নিবন্ধনকৃতকৃত করে। SME প্রতিষ্ঠার সরকারি গেজেট বিজ্ঞপ্তির তারিখ হলো ৩০ মে ২০০৭। এটি অনাকাতোশি স্বাধীন সংস্থা।

উন্নত ও উন্নয়নশীল প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে এসএমইকে চালিকা শক্তি হিসেবে গণ্য করা হয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে একথা আরো সত্য যে, ক্ষুদ্র

ও মাঝারি শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ ছাড়া এদেশে দ্রুত শিল্পায়ন সম্ভব নয়। ফাউন্ডেশন সার্বিক পরিচালনার লক্ষ্যে সরকার থেকে প্রাপ্ত ৩০০ কোটি টাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে

জমা রেখে তা থেকে অর্জিত মুনাফা ব্যবহার করে ফাউন্ডেশন এসএমই উন্নতনে বিভিন্ন কার্যক্রম ও কর্মসুচি পরিচালনা করে থাকে। ক্ষুদ্র ও মাঝারী শিল্প বিকাশে এবং মান উন্নয়নে এসএমই

ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। ক্ষুদ্র এবং মাঝারী শিল্প উদ্যোক্তা এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এটি সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসুচী

আয়োজন করে থাকে। দেশের ক্ষুদ্র এবং মাঝারী শিল্প যাতে দেশের দারিদ্রতা নিরসনে এবং অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখতে পারে, সেজন্য এসএমই ফাউন্ডেশন প্রয়োজনীয়

পদক্ষেপ গ্রহণ করে থাকে।

১। দক্ষতা উন্নয়নগত সহায়তা : সরকার কর্তৃক গৃহীত এসএমই নীতিমালা ও কৌশল বাস্তবায়ন এবং দক্ষতা উন্নয়নে এসএমই ফাউন্ডেশন সহায়তা করে থাকে।

২। প্রযুক্তি ব্যবহারে সহায়তা: প্রযুক্তি উন্নয়ন ও ব্যবহার সম্পর্কে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে এসএমই ফাউন্ডেশন প্রযুক্তি ব্যবহারে সহায়তা দিয়ে থাকে।

৩। আন্তর্জাতিক মান অর্জনে সহায়তা: পণ্যের মানোন্নয়ন ও কোয়ালিটি সার্টিফিকেশন ডিজাইন ও প্যাকেজিং উন্নতমান বজায় রাখা এবং মান বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরামর্শ দান করে থাকে ।

৪। পলিসি এ্যাডভোকেসিতে সহায়তা: পলিসি এ্যাডভোকেসি ও গবেষণা কাজের মাধ্যমে সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনায় সহায়তা দান ও এসএমই বাস্তব পরিবেশ সৃষ্টিতে এসএমই ফাউন্ডেশন কাজ করে থাকে।

৫। ব্যবসায়ে তথ্য প্রদানে সহায়তা: ব্যবসায়িক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের উদ্যোতদের বিভিন্ন বাসায় সহায়ক তথ্য প্রদান করে থাকে।

৬। ঋণগত সহায়তা: এসএমই খাতে সহ সুবিধা প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে ক্রেডিট হোলসেলিং কর্মসূচি বানায়ন করছে।

৭। নারী উদ্যোক্তা উন্নয়ন সহায়তা: নারী উদ্যোকার উন্নয়নের বিভিন্ন কর্মসূচি ও সংগঠন যেমন- উইম্যান চেম্বার ট্রেড বডিসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের অর্থায়নে ব্যাংকার উদ্ধুদ্ধকরণ কর্মসূচি, নারী উদ্যোক্তা বিষয়ক গবেষণা, সেমিনার, প্রশিক্ষণ ও সম্মেলন আয়োজন করে থাকে।

৮। উদ্যোগ গ্রহণগত সহায়তা : ম্যানুফ্যাকচারিং, প্রযুক্তি নির্ভর ও কৃষি পণ্য প্রক্রিয়াকরণের সাথে জড়িত ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে সর্বোচ্চ ৯% সুদে এ কার্যক্রম বাড়ায়নে উদ্যোক্তাদের সহায়তা দান করছে।

৯। তথ্য প্রদানগত সহায়তা : এসএমই ফাউন্ডেশনের নিজস্ব ওয়েব পোর্টাল এর মাধ্যমে এসএমই এবং সংশিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানসমূহের জন্যে নিয়মিত প্রয়োজনীয় তথ্য- উপাত্ত সরবরাহ।

১০। প্রশিক্ষণগত সহায়তা : ক্যাপাসিটি বিল্ডিং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা যেমন- উদ্যোক্তা উন্নয়ন, এসএমই ক্লাস্টার ভিত্তিক দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ, প্রশিক্ষকদের প্রশিক্ষণ ইত্যাদি ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *