এসএমই লোন কি?
এসএমই বলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্দ্যোগকে বুঝায়। ব্যবসায়িক সম্প্রসারনে প্রয়োজনীয় একটি অসুরক্ষিত জামানতবিহীন মাসিক কিস্তি ভিত্তিক ঋণ সুবিধাই হল এসএমই ঋণ। সম্প্রতি দেশের অনেক সরকারি ও বেসরকারি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান শিল্প-উদ্যোক্তা বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের জন্য লোন ও আর্থিক সমৃদ্ধি প্রদানের জন্য এসএমই ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। অনেক ব্যাংক নারী উদ্যোক্তাদের পৃথক সেল বা ইউনিট প্রতিষ্ঠা করেছে।
বর্তমানে বাংলাদেশে অনেক সরকারি ও বেসরকারি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান শিল্পোদ্যোক্তা বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের লোন ও অর্থায়নের সুবিধা প্রদানের জন্য এসএমই ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশের বত্যমান অর্থবাজারে এসএমই খাতে অর্থায়নে যে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এসএমই ব্যাংকিং শুরু করেছে সেগুলো হল- ব্র্যাক ব্যাংক, বেসিক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সোনালি ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালি ব্যাংক, কৃষি ব্যাংক সহ আরো অনেক আর্থিক প্রতিষ্ঠান এসএমই লোন দিচ্ছে। অধিকাংশ ব্যাংকের ক্ষেত্রে এই ঋণের পরিমান পল্লী এলাকায় সর্বনিম্ন প্রায় ৩০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২,০০,০০০ লক্ষ টাকা হয়ে থাকে। তবে নগর এলাকায় সর্বনিম্ন প্রায় ৩০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩,০০,০০০ লক্ষ টাকা হয়ে থাকে। প্রথম ঋণের ক্ষেত্রে ১,০০,০০০ টাকার বেশি বিতরন করা হয় না। ঋণ পরিশোধের মেয়াদ ১ বছর থেকে ৫ বছর হয়ে থকে। কবে সাধারনত কত পরিমান ঋণ নেওয়া হয়েছে তার উপর নির্ভর করে ঋণ পরিশোধের মেয়াদ কমতে বা বাড়তে পারে।
এসএমই ঋণের ক্ষেত্রে পুনঃঅর্থায়ন বলতে কি বুঝায়?
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ এসএমই খাতে গ্রাহকদের ঋণ প্রদানপূর্বক বাংলাদেশ ব্যাংকের নিকট বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কীমের আওতায় উক্ত পরিমান ঋণ পুনঃঅর্থায়নের জন্য আবেদন করলে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক উক্ত ঋণ অর্থায়নকৃত সময়ের জন্য প্রদান করা হলে তাকে এসএমই ঋণের পুনঃঅর্থায়ন বলা হয়। এসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ কর্তৃক বেশ কয়েকটি পুনঃঅর্থায়ন স্কীম চালু করা হয়েছে। কয়েকটি স্কীমের আওতায় গ্রাহক পর্যায়ে বিশেষ সুদহার প্রযোজ্য হয়ে থাকে; যেমন: ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুন:অর্থায়ন স্কীম’ এর আওতায় নারী উদ্যোক্তাদেরকে, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কীমের আওতায় নতুন উদ্যোক্তাদেরকে এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কীম’ এর আওতায় কৃষিভিত্তিক শিল্পে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ১০% সুদে অর্থায়ন করা হয়ে থাকে। এক্ষেত্রে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সরবরাহকৃত তহবিলের উপর ব্যাংক হারে (বর্তমানে ৫%) সুদ চার্জ করা হয়ে থাকে।

