উৎসে কর কর্তন কি?

যখন কোন আয় হবে যেখানে হবে সেখানেই টাকা পরিশোধের সময় নির্দিষ্ট হারে কর কেটে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। যেহেতু আয়ের উৎস সেখানে এবং আয় পরিশোধের সময় এই কর কেটে রাখা হয় তাই এই কর উৎসে কর হিসেবে পরিচিত। কোন কোন খাতে উৎসে কর কর্তন করতে হবে তা আয়কর অধ্যাদেশ ১৯৮৪-তে বিশদভাবে বলা হয়েছে। কোন খাতে কতো টাকার উপর কি হারে কর কর্তন করতে হবে তা ধারাসহ উল্লেখ করা হয়েছে। আপনি যদি ঐ খাত থেকে টাকা উপার্জন করে থাকেন তাহলে উৎসে নির্দিষ্ট হারে কর কর্তন করে বাকিটা আপনার ব্যাংক হিসেবে পাটিয়ে দিবে।

জনগণের কাছ থেকে সারা বছর ধরে কর নিয়ে দেশের প্রয়োজনে ব্যয় করে থাকে। আমরা সাধারনত বছর শেষে রিটার্ন জমা দেওয়ার সময় আয় হিসেব করে সরকারকে আয়কর দিয়ে থাকি। এখন সরকার যদি বছর কখন শেষ হবে এবং তারপর জনগণের কাছ থেকে আয়কর বাবদ টাকা পাবে সেই আশাতে বসে থাকে তাহলে সরকারের সকল কাজ বন্ধ হয়ে যাবে। তাই সরকার যাতে সারা বছর ধরে দেশ পরিচালনা করতে পারে সে জন্য বিভিন্ন উপায়ে জনগণের কাছ থেকে কর নিয়ে থাকে। এর মধ্যে উৎসে কর হলো একটি। 

কর্তনকৃত কর আপনি বাংলাদেশ ব্যাংকের যে কোন শাখায় জমা দিতে পারবেন। যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা থাকবে না সেখানে সোনালি ব্যাংক লিমিটেড এর যেকোন শাখায় জমা দিতে পারবেন। পে-অর্ডার করে চালানের মাধ্যমে আপনার কর্তনকৃত কর জমা দিতে হবে। প্রতিটি চালান তিন কপি করে করতে হবে। কত টাকা জমা দিচ্ছেন এবং প্রতিষ্ঠানের ঠিকানা এবং বিবরণসহ চালানে উল্লেখ করতে হবে। চালান জমা দেওয়ার পর ব্যাংকের কর্মকর্তা স্বাক্ষর করে সিল দিয়ে আপনাকে ফেরত দিবে। চালানে অবশ্যই কোড নামউৎসে কর্তনকৃত কর জমা দেওয়ার সময়সীমা কর্তনকৃত কর নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হয়। তা না হলে মাশুল গুনতে হয়। তাই নির্ধারিত সময়ের মধ্যেই কর্তনকৃত কর জমা দেয়া উত্তম।

জুন মাসের ০১ থেকে ২০ তারিখ পর্যন্ত যেদিন উৎসে কর কর্তন করা হবে তার সাত দিনের মধ্যে জমা দিতে হবে, জুন মাসের অন্য যে কোন দিন যেদিন উৎসে কর কর্তন করা হবে তার পরের দিন জমা দিতে হবে|

উল্লেখ্য, যদি আপনি জুন মাসের শেষ দুই কর্ম দিবসে উৎসে কর কর্তন করেন তাহলে যেদিন কর কর্তন করবেন আপনাকে সেদিনই সরকারি কোষাগারে জমা দিতে হবে। উপরের প্রথম ক্ষেত্রে, আপনি জুলাই মাসে সারা মাস ধরে বিভিন্ন কর্ম দিবসে বিভিন্ন খাতে উৎসে কর কর্তন করেছেন। সেই কর্তনকৃত কর পরের মাসে অর্থাৎ অগাস্ট মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যে আপনাকে সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *